Wednesday , December 8 2021
Breaking News
Home / মেহেরপুর / সজ্জিত গাড়িতে চেপে অবসরে গেলেন জনাব মোঃ মনিরুল ইসলাম,

সজ্জিত গাড়িতে চেপে অবসরে গেলেন জনাব মোঃ মনিরুল ইসলাম,

240290087_583808076110548_4186534359561111702_n239741451_426696832061527_476972888634483522_n240542406_936138467115674_753291789363488472_n

Kbdnews: সজ্জিত গাড়িতে চেপে অবসরে গেলেন জনাব মোঃ মনিরুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী ও সভাপতি, বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা আজ বুধবার ২৫/০৮/২০২১ খ্রিঃ তারিখ বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখা ও বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় । এরপর

সজ্জিত গাড়িতে চেপে অবসরে

চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত গাড়িতে করে শেষ কর্মস্থল থেকে নিজ বাড়িতে পাঠানো হয় তাঁকে। ৩১ বছরের চাকরিজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আজ থেকে তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে জনাব কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি , উপপচিালক(ভাঃ) জেলা সমাজ সেবা কার্যালয়, মেহেরপুর, জনাব মোঃ জাকির হোসেন, সুপারিনটেনডেন্ট ( সহকারী পরিচালক), মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবার, মুজিবনগর, মেহেরপুরসহ, জেলার সকল কর্মকর্তা কর্মচারী ও মোঃ নুরুল ইসলাম (শিপলু), সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা এবং দুই এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী জনাব মনিরুল ইসলাম বলেন, চাকরিজীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া

সজ্জিত গাড়িতে চেপে অবসরে

নিঃসন্দেহে অনেক আনন্দের। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাছাড়াও মেহেরপুর সমাজসেবা পরিবারে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

Check Also

মেহেরপুরে গলায় খাবার আটকে মায়ের কোলে শিশুর মৃত্যু

মেহেরপুরে গলায় খাবার আটকে মায়ের কোলে শিশুর মৃত্যু

আমিরুল ইসলাম অল্ডাম : ঃমেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে গলায় খাবার আটকে আলিফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *