মিয়া পারভেজ আলম (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি হতে দীর্ঘকালের বসত ঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২১ জুলাই ঈদের দিন বিকালে উপজেলার কাহালপুর পূর্বপাড়া এলাকায় ন্যাক্কার জনক এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ঘর মালিক অভিযোগ করায় মোল্লাহাট থানা পুলিশ ঘটনা স’ল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী আবুল কাশেম মিনা জানান, তাদের কয়েক কালের বসত বাড়ির জমির একাংশে তার চাচাতো বোন রেসিয়া ও ভগ্নিপতি রজ্জব আলী শেখ ঘর তুলে বসবাস করেন। উক্ত রেসিয়া রজ্জব আলী দম্পতি উক্ত বাড়ির সকল জমি আত্নসাতের জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে চলেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আইন আদালতের তোয়াক্কা না করে কেবল অন্যায় ও জোরপূর্বক আবুল কাশেমের উক্ত বসত ঘর ভেঙ্গে ফেলে রেসিয়া রাজ্জব আলী শেখ দম্পতি। তিনি এঘটনার যথাযথ আইনানুগ বিচার দাবী করেন।
এবিষয়ে রেসিয়া ও রজ্জব আলী শেখ দম্পতি জানান, জীর্ণ দশার ঘর তারা ভেঙ্গে রেখে দিয়েছে, তাদের জমিতে ছিলো তাই ভেঙ্গেছে। ঘর মালিক তার ঘর অন্য যায়গায় নিয়ে যাক।