ভারতে মহামারি করোনায় একদিনে ৪ হাজার মৃত্যু

image-251523-1623646542

 ছবি: সংগৃহীত

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা এখনো আগের মতোই। গত ২৪ ঘণ্টায় সেখানে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯২১ জন। আগের দিন এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৩০৩ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে ছয় শতাধিক। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত প্রানহানী ঘটেছে ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনের।

ভারতে মহামারি  করোনায় একদিনে ৪ হাজার মৃত্যু

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মৃত্যু বাড়লেও নতুন শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৭০ হাজার ৪২১ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ১০ হাজার কম। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো

ভারতে মহামারি  করোনায় একদিনে ৪ হাজার মৃত্যু

২ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন। এদিকে, সংক্রমণ কমতে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বিভিন্ন রাজ্যে আবারও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পুরোপুরিভাবে লকডাউন উঠিয়ে নেওয়া হয়নি। শর্তসাপেক্ষে শিল্প-কারখানা, হোটেল-রেস্তোরা খোলার অনুমতি দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post