আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে কৃষি মন্ত্রণালয়ের অধীনে ২০২০-২০২১ অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনা মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়সরকারী উন্নয়ন সহায়তায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি (কম্বাইন হারভেস্টার ,রিপার ও রাইস ট্রান্সপস্নান্টার) বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাংনীর উদ্যোগে ২ জন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে যন্ত্রপাতির চাবি ও কাগজপত্র আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র দাস।
এসময় গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরম্নজ্জামান মাষ্টার, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, পলস্নী উন্নয়ন অফিসার শাহ আলম প্রমুখ উপসি’ত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অল্প খরচে কৃষিকে লাভজনক করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদে উদ্বুদ্ধ করতে হবে।
অফিস সূত্রে জানা গেছে, ৩০ লড়্গ টাকা মূল্যের হারভেস্টার মেশিন শতকরা ৫০ ভাগ ভতর্ৃুকি মূল্যে মাত্র ১৫ লড়্গ টাকায় বিতরণ করা হয়।উপজেলার কাজীপুর ও বামন্দী ইউনিয়নের দুজন চাষীদের হাতে চাবি প্রদান করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ রানা , কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার সহ অফিসের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ ও সাংসাদিকবৃন্দ উপসি’ত ছিলেন।