ভারতে প্রতি ঘণ্টায় ৬০ জনের মৃত্যু

varot

ভারতে গত রবিবার (১৮ এপ্রিল) থেকে দেশটিতে প্রতি ঘণ্টায় ৬০ জনের বেশি মানুষ মারা যাচ্ছে বলে জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, ১৮ এপ্রিল থেকে দেশটিতে প্রতি ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৯৫ জন। আর একই সময়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।

সোমবার (১৯ এপ্রিল) সেই সংখ্যাটা বেড়ে ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু হয়েছে যথাক্রমে ১১ হাজার ৪০৮ এবং ৬৭। মঙ্গলবার (২০ এপ্রিল) সংক্রমণ সামান্য কমলেও (ঘণ্টায় ১০ হাজার ৭৯৮) ঘণ্টাপ্রতি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। সংক্রমণের মতোই মৃত্যুর তালিকাতেও শীর্ষে ভারতের মহারাষ্ট্র রাজ্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বুধবার (২১ এপ্রিল) সিদ্ধান্ত নেবেন, রাজ্যে লকডাউন কার্যকর করা হবে কি-না। কেরালায় গতকাল থেকেই দুই সপ্তাহব্যাপী নৈশ কার্ফু বলবৎ রয়েছে

ভারতে প্রতি ঘণ্টায় ৬০ জনের মৃত্যু

 

 

Post a Comment

Previous Post Next Post