আফগানিস্তানে মসজিদে ঢুকে ৮ জনকে গুলি করে হত্যা

image_309466

Kbdnews ডেস্ক:  আফগানিস্তানের নাঙ্গারহারের রাজধানী জালালাবাদে মসজিদের ভেতর ঢুকে বন্দুক হামলা চালানো হয়েছে। এই ঘটনায় একই পরিবারের আটজন নিহত হয়েছে। শনিবার রাতে তারাবীর নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে এ হত্যাকা-ের শিকার হন তারা। নাঙ্গারহার প্রদেশে গর্ভনর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাদের হত্যা করা হতে পারে। হত্যাকা-ের ঘটনায় কারা জড়িত তা দ্রুত তদন্ত করা হবে বলে জানান গর্ভনর। নিহতদের মধ্যে পাঁচজন সহোদর এবং তিনজন নিকট আত্মীয়। দেশটিতে প্রায়ই প্রতিশোধমূলক হত্যাকা- ঘটে।

 

Post a Comment

Previous Post Next Post