গাংনীতে মাদকসহ ২ জন আটক” ফেন্সিডিল উদ্ধার

আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ব্রিজ সংলগ্ন ৩ রাস্তার মোড় থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইউনিয়ন ছাত্রলীগের দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃত গাংনী উপজেলার মটমুড়া ইউপির আকবপুর গ্রামের শওকত আলীর ছেলে ও ইউপি ছাত্রলীগের সহ সভাপতি সাকিল খান(২৫) ও একই গ্রামের বিএনপি নেতা জালালউদ্দীনের ছেলেউজ্জাতুল ইসলাম জিন্নাত (৩০)। বৃহস্পতিবার বিকাল সা ে৪ টার দিকে গাংনী থানা পুলিশের সেকেন্ড অফিসার হাবিবের নেতৃত্বে পুলিশের একটিদল ১০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করে।
মাদকের একটি চালান পাঁচার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে হিন্দা ব্রিজ মোড়ে অবস্থান নেয়া হয়। পুলিশের এস আই হাবিব জানান,মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে এস আই বিপস্নব বাদী হয়ে মামলা দিয়ে আদালতে নেয়া হয়েছে।যার মামলা নং ৮, তাং ০৮-০৪-২১ ইং
এনিয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, আটককৃতরা মাদকসেবী।এসব মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেসব অপরাধীকেও আটক করা হবে।
উপজেলার মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন জানান, অভিযুক্ত ছাত্রলীগের দুজনকে পদ থেকে বহিস্কার করা হবে।

 

Post a Comment

Previous Post Next Post