Kbdnews : অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের একটি ব্যাচের প্রয়োগ নিষিদ্ধ ঘোষণা করেছে ইতালি। বৃহস্পতিবার গোটা দেশজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করে দেশটির মেডিসিন এজেন্সি (আইএফএ)। টিকা প্রয়োগের পর গুরুত্বর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এক বিবৃতিতে আইএফএ জানিয়েছে, ভ্যাকসিনটির ব্যাচ এবিভি২৮৫৬ এর ওপর এ নিষেধাজ্ঞা জারি থাকবে। অবশ্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সঙ্গে সমন্বয় করে এটির ক্ষেত্রে অতিরিক্ত ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে।ইতালিয়ান সংস্থাটি জোর দিয়ে জানায়, বর্তমানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের টিকা এবং এর প্রয়োগের প্রভাবে বিরুপ প্রতিক্রিয়ার সংযোগের কোনো প্রমাণ নেই।নিষিদ্ধ ঘোষিত ব্যাচের নমুনাগুলো ইতালির সুপিরিয়র হেলথ ইনস্টিটিউটে পরীক্ষা করানো হবে। তদন্তকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আইএফএ এখন সকল প্রয়োজনীয় সকল নথি ও তথ্যগুলো বিশ্লেষণ করছে।মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুর দিকে বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন দেশের তালিকায় শীর্ষে ছিল ইতালি। বর্তমানে গণহারে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রেও তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের টিকার সরবরাহ পাঠাতে দেরি হবে বলে ঘোষনা দেয়ায় এ সংকটের মুখোমুখি হতে হয়েছে।যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এই ভ্যাকসিনটি ১৮ বছর ও তার অধিক বয়স্ক মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে। এটি কোভিড-১৯ এর বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করে।বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ভ্যাকসিনটির জন্য ব্যবহৃত ভাইরাল ভেক্টর প্রযুক্তি ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে অন্যান্য রোগ প্রতিরোধ করতে সফলভাবে পরীক্ষা করানো হয়েছে।