মেহেরপুরে আলুর ফসল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেরপুরে আলুর ফসল নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম  : মেহেরপুরে আলু ফসলের মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাইয়ের লড়্গ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছ্‌ে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা শহরের ওয়াপদা এলাকার মাঠে আলুর মাঠ দিবসের আয়োজন করে মেহেরপুর বিএডিসি।
অনুষ্টানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতি মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিএডিসির চেয়ারম্যান (গ্রেট-১) ড. অমিতাভ সরকার, বিএডিসির (বীজ ও উদ্যান) মহা পরিচালক মোসত্মাফিজুর রহমান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী প্রমুখ্‌ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি রিপন কুমার, মেহেরম্নর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্যাহীম শাহীন, ইউপি সদস্য আরমান আলী, কৃষক এ জেড এম মারম্নফুজ্জোহা গেরা প্রমুখ্‌।এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী কৃষক এ জেড এম মারুফুজ্জোহার আলু ড়্গেত ও প্রদর্শন কৃত আলু পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যই অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, আওয়ডমীলীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষির উন্নয়ন হয়। কৃষি আরও এগিয়ে নিতে এ সরকার কৃষির উপর ভর্তুকি দিয়ে যাচ্ছে।

 

Post a Comment

Previous Post Next Post