ছবি : সংগৃহীত।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বহু গ্রামবাসী সোনার পাহাড়ে উঠে মাটি খুঁড়ে সোনা বের করে বাড়ি নিয়ে যাচ্ছেন। অনেকেই ধুলো ঝেড়ে সোনা বের করার চেষ্টা করছেন। দক্ষিণ কিভু প্রদেশের মন্ত্রী ভেনান্ত বুরুমি মুহিগিরওয়া জানিয়েছেন, ‘দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু থেকে ৫০ কিলোমিটার দূরে লুহিহি অঞ্চলে সোনার সন্ধান পাওয়ার পর থেকেই বহু মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে সোনা বের করা শুরু করেন।