রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে আট হাজার ২৭৭,

 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা

প্রতীকী ছবি

রাশিয়ায় করোনা ভাইরাসের  ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দেশটির এক স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে আট হাজার ২৭৭, এর মধ্যে মস্কোতেই এক হাজার ২৯১ জন। একইসময়ে মারা গেছেন ৪০৯ জন। এতে করে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪২ জনে।মঙ্গলবার (৩০ মার্চ) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে বলেছিলেন, আগামী গ্রীষ্মের আগেই দেশটি হার্ড ইমিউনিটিতে পৌঁছে যাবে বলে তিনি আশা করছেন। খবরে প্রকাশ, দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস রাশিয়ার ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী তাতিয়ানার বরাত দিয়ে বলেছে, দুঃখজনকভাবে করোনার আক্রমণ এতটাই বেড়েছে যে আমরা তৃতীয় ঢেউয়ের কথা বলতে বাধ্য হচ্ছি।রাশিয়া ডিসেম্বর মাসে গণ টিকাদান শুরু করেছিল। পুতিন গত সপ্তাহে বলেছিলেন যে প্রায় ৪৩ লাখ মানুষ ভ্যাকসিনের দুই ডোজই পেয়েছে। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়াতে ৪৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post