MrJazsohanisharma

শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস

 শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস

ছবি: সংগৃহীত

নতুন নতুন ভ্যারিয়েন্ট ছড়ানোর মধ্য দিয়ে আবার শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৮০ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৩৫৬ জন। মঙ্গলবার (২ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে করোনা আপডেট বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটার।

জানা যায়, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬ লাখ ‌৯৫ হাজার ৬৮৩ জন।মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২২৬ জন।

 শক্তিশালী হচ্ছে করোনা ভাইরাস

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৩ হাজার ৬১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জন। তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন।

 

Post a Comment

Previous Post Next Post