বিএম রাকিব হাসান, খুলনা ব্যুরো-: খুলনার ডুমুরিয়ায় ঘুষের টাকাসহ হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অবসার ভাতা ও প্রভিডেন্ড ফান্ডের টাকা উঠানোর জন্য ২০ হাজার টাকা দাবি করেন অডিটর। এর নিচে দিলে কাজ হবে না। এক পর্যায়ে ১৫ হাজার টাকায় কাজ করার চুক্তিতে রাজি হন জেলার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসের অডিটর মো: আলমগীর হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঘুষের ১৫ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা যায়, ডুমুরিয়া আটলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রনজিৎ কুমার নন্দী ২০২০ সালের ২ ফেব্রুয়ারি এলপিআরএ যান। উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তিনি জিপিএফ বাবদ মোট ২০ লাখ ৮০ হাজার টাকা পাবেন বলে জানানো হয়। কিন্তু পেনশন সহজীকরণ আদেশ-২০২০ অনুযায়ী তিনি ২২ লাখ ৬ হাজার ৭২৫ টাকা পাবেন বলে দাবি করেন।
খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, উপ-সহকারী পরিচালক নীলকমল পাল, মো. ফয়সাল কাদের ও খন্দকার কামরুজ্জামান উপস্থিত ছিলেন।