আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে ২০২০-২১ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ বস্নক প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৩ ফেব্রম্ন. সকাল পৌণে ১২ টার) সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাইপুর ইউপির ইকুড়ি-বাথানপাড়া গ্রামের মাঠে রবি মৌসুমের বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ বস্নক প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ ।
অনুষ্ঠানের শুরম্নতেই সমলয় চাষাবাদ বস্নক প্রদর্শনীর লড়্গ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস’াপন করেন, গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কে এম শাহাবউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন,মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন। এসময় বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপসি’ত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। একসময় কৃষকদের সার নিতে গিয়ে পুলিশের গুলিতে মরতে হয়েছে। সরকার কৃষি সেক্টরকে প্রাধান্য দিয়ে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ও খাদ্য উবৃত্ত দেশ হিসাবে গড়ে তুলতে নিরলসভাবে কৃষিতে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। সেদিন আর বেশী দুরে নয়। বাংলাদেশেও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মত উন্নত, এবং প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে উঠবে। এক সময় কুষকদের পায়ে আর কাঁদা মাটি লাগবে না। জমির আইলে পাকা রাসত্মা হয়ে যাবে। কৃষকরা উৎপাদন খরচ কমিয়ে ফসলে লাভবান হবেন। মেহেরপুর জেলায় এবছর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ৫০ একর জমিতে বস্নক প্রদর্শনী করা হয়েছে।আগামীতে আরও কৃষিতে প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হবে।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মাসুদ রানার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে জেলার কৃষি প্রকৌশলী (টেকনিক্যাল) সুবল চন্দ্র মন্ডল ও একজন সফল চাষী আজিজার রহমান কৃষি রাখেন। অনুষ্ঠানে কৃষি বিভাগের উপ সহকারী কর্মকর্তা, ইউপি সদস্য, স’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন।