করোনার ভ্যাকসিন। ছবি: সংগৃহীত
উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দিচ্ছে ভারত। আগামী ২০ জানুয়ারি করোনার এই ভ্যাকসিনের চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেন।এর আগে সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভারত থেকে উপহার হিসেবে আরও কিছু টিকা আসবে।এছাড়া বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে। সেই ভ্যাকসিনের প্রথম চালান ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে।