করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব

ছবি: সংগৃহীত

Kbdnews অনলাইন ডেস্ক :করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১৬ হাজার ৮০০ জনের। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২১ লাখ ৮৪ হাজারে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও প্রায় ছয় লাখ মানুষ। এ নিয়ে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৯০ জনে। ১৪ জানুয়ারি প্রথমবারের মতো প্রাণহানি ১৬ হাজারের ঘর স্পর্শ করেছিলো।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণহানি ঘটেছে প্রায় চার হাজার মানুষের। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দেড় লাখ। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬১ লাখ ৬৬ হাজার ২০১ জন এবং মৃত্যু হয়েছে চার লাখ ৩৯ হাজার ৫১৭ জনের।এক দিনের দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ৭ শতাধিক মৃত্যুর সংখ্যা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। আর এক হাজার ৭ শতাধিক মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে যুক্তরাজ্য।

 

Post a Comment

Previous Post Next Post