মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকালে আবদুস সালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।আব্দুস সালাম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হুওদাপাড়া গ্রামের মেঘার ছেলে। গত ৫ জানুয়ারি মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল দ্বিতীয় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাসের আদালতে ফেনসিডিল রাখার অপরাধে ২ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।একই সাথে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড দেয়া হয় সে সময়ে আসামি পলাতক ছিল।