খুলনা ব্যুরো: বাগেরহাটের ফকিরহাটে শারমিন সুলতানা প্রিয়া (২৪) নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে বাদী আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে গত ২৭ শে ডিসেম্বর রবিবার খুলনা পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ বাদী উল্লেখ করেন, বিগত তিন মাস পূর্বে ফকিরহাট উপজেলার জাড়িয়া মাইটকুমড়া গ্রামের সেলিম বিশ্বাস এর ছেলে আল আমীন বিশ্বাস এর বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগে ফকিরহাট মডেল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়ের হওয়ার পর থেকে
আসামীর পিতা সেলিম বিশ্বাস, তার জামাই বখতিয়ার হোসেন এবং প্রতিবেশী জামাল ফরাজী প্রমুখ বিভিন্ন সময় বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, গন ধর্ষণসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বাদী শারমিন সুলতানা প্রিয়া জীবনের ভয়ে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি প্রশাসনের কাছে বিষয়টি নজরে এনে দ্রম্নত প্রয়োজনীয় ব্যবস’া গ্রহনের জোর দাবী জানিয়েছেন।