অনলাইন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জো বাইডেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় শেষ মুহূর্তে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুরু থেকেই এ রাজ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে থাকলেও হঠাৎ এগিয়ে গেছেন জো বাইডেন।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, জর্জিয়ায় এই মুহূর্তে ৯১৭ ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। আল জাজিরা বলছে, এ রাজ্যে ১৯৯২ সালের পর আর কখনও জয়ী হয় নি ডেমোক্র্যাটরা।খবরে জানানো হয়, জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪টি ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)।