যুক্তরাষ্ট্রের মিলবোর্ন সিটি কাউন্সিলের নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন

যুক্তরাষ্ট্রের

Kbdnews ডেস্ক:  পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন সিটি কাউন্সিলের নির্বাচনে দুই বাংলাদেশি-আমেরিকান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন চট্টগ্রামের সন্তান নূরুল হাসান এবং মাহাবুবুল তাইয়্যেব। গত ৫ নভেম্বর মঙ্গলবার একই সাথে আপার ডারবি সিটি কাউন্সিল (টাউনশিপ) নির্বাচনে শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থীকে ধরাশায়ী করে। পাশাপাশি দু’টি সিটিতে প্রবাসীদের এই বিজয়ে উৎসবের আমেজ বইছে ফিলাডেলফিয়ায়।

যুক্তরাষ্ট্রের
উল্লেখ্য, মিলবোর্ন সিটি তথা বরোর কাউন্সিলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন নূরুল হাসান। দ্বিতীয় মেয়াদের একই দায়িত্বের পদ বেয়ে পরবর্তীতে এই সিটির প্রেসিডেন্ট হতে চান চট্টগ্রামের দক্ষিণ হালিশহরের বন্দরটিলার বড় মিয়ার বাড়ির মুক্তিযোদ্ধা নূরল হকের পুত্র নূরুল হাসান। সে লক্ষ্যে সিটির সর্বস্তরের মানুষের সাথে চমৎকার সম্পর্ক গড়েছেন মার্কিন আইটি কোম্পানিতে প্রবাসীদের চাকরির উপযোগী কোর্স প্রদানে বিশেষ খ্যাতি অর্জনকারী ‘পিপল এন টেক ইনস্টিটিউট’-এর ফিলাডেলফিয়া ক্যাম্পাসের প্রশাসক নূরুল হাসান একই সাথে বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। উল্লেখ্য, মিলবোর্ন সিটির ছয় কাউন্সিলম্যানের চারজনই বাংলাদেশি। অপর দু’জনের মেয়াদ শেষ হবে চার বছর পর। তারা হলেন মুনসুর আলী এবং ফেরদৌস ইসলাম। এরা সবাই ডেমোক্র্যাট।
যুক্তরাষ্ট্রের
এ দিকে, পাবনার সন্তান শেখ মোহাম্মদ সিদ্দিক দ্বিতীয় মেয়াদের জন্যে পুনর্নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী কুরন ব্যাঙ্কসকে ধরাশায়ী করে। শেখ সিদ্দিকও ভবিষ্যতে মার্কিন রাজনীতি-প্রশাসনে আরো উচ্চপদে অধিষ্ঠিত হতে চান। উল্লেখ্য, পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ।
যুক্তরাষ্ট্রের
বিজয়ী তিন বাংলাদেশিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা এবং আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব।

Post a Comment

Previous Post Next Post