MrJazsohanisharma

নাঙ্গলকোটে বেড়াতে গিয়ে বলৎকারের শিকার এক শিশু

বলৎকারের শিকার এক শিশু

বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধিঃ   কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের চাতিয়াপাড়া এলাকায় বেড়াতে গিয়ে বলৎকারের শিকার হয়েছেন ১১ বছরের এক শিশু। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ওই আল বাশারাতের মাছের প্রজেক্টের পরিত্যক্ত সেচ মেশিনের ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত একই গ্রামের ছাতিয়াপাড়ার সোলতান আহাম্মদের ছেলে লম্পট আনা মিয়াকে (৫০) গ্রেপ্তার করে গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে কুুুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানাগেছে, মক্রবপুর ইউনিয়নের হাপানিয়া গ্রামের ১১ বছরের  শিশু তাজের ভোমরা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী  মাদ্রাসা বন্ধ থাকায় মগুয়া বাজারের দক্ষিণে আল-বাশারাত মৎস প্রজেক্টের পাড়ে  ঘুরতে যায়, সেখানে শিশুটিকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে হাত-পা বেধেঁ জোর পূর্বক বলৎকার করে অভিযুক্ত আনা মিয়া। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে রোববার রাতে নাঙ্গলকোট থানায় বলৎকারের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, স্হানীয় মাতব্বরা ঘটনার মীমাংসার চেষ্টা করছে এমন খবর পেয়ে শালিস বৈঠকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করি।ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার পর ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হবে।

 

Post a Comment

Previous Post Next Post