গাংনীতে ধর্ষণ মামলার পলাতক আসামী আবু তাহের আটক

আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনী তে ধর্ষণ মামলার পলাতক আসামী আবু তাহের কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ধানখোলা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সে ঐ গ্রামের বাগান পাড়ার মৃত ইসলাম আলীর ছেলে। মামলার তদনত্মকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, কসবা গ্রামের এক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের অভিযোগে তার ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে আবু তাহেরের নামে গাংনী থানায় ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নং ২০, তাং ১৮-০৮-২০ ইং। এগটনার পর থেকে লম্পট আবু তাহের পলাতক ছিল।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, আবু তাহের ২০১৯ সালের ডিসেম্বও মাসে তার ৫ বছরের সৎ মেয়েকে যৌন নির্যাতন করে। ঐ ঘটনায় মেয়েটির মা মফিরন নেছা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। যার নং-১৪,তাং-১৬-১২-১৯ ইং। মামলায় জামিন পেয়ে জেলা কারাগার থেকে কিছুদিন আগে মুক্তি পায়।
স’ানীয়রা জানায়, আবু তাহের লম্পট প্রকৃতির লোক। সে জামিনে মুক্তি পাওয়ার পর প্রতিবন্ধী মহিলাকে রাতের আঁধাওে জোর পূর্বক ধর্ষণ করে।এছাড়াও লম্পট আবু তাহের তার স্ত্রীকে মারধর ও নির্যাতন করার কারনে মফিরন তার স্বামীকে তালাক দেয়।

 

Post a Comment

Previous Post Next Post