সামসুলহুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি সীলস্বাক্ষর জালিয়াতির অভিযোগ

খুলনা ব্যুরো।:   বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক সীল স্বাড়্গর জালিয়াতী ও অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার দাবী করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ১ সদস্য জেলা শিড়্গা অফিসার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত লিখিত অভিযোগে জানা গেছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক ফিরোজ শেখ সম্প্রতিক সময়ে রম্নপালী ব্যাংক বেতাগা বাজার শাখা হতে তার বেতনের জামানতে একটি লোন উত্তোলন করেছেন। নিয়মানুযায়ী সেই লোনের আবেদন ফর্মে তাঁর প্রত্যায়নকারী কর্তৃপড়্গ হিসাবে ম্যানেজিং কমিটির সভাপতি/উপজেলা মাধ্যমিক শিড়্গা অফিসার এর সীল ও স্বাড়্গরের প্রয়োজন হয়। সেই সীল স্বাড়্গরে উক্ত প্রধান শিড়্গক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি, উপজেলা ও জেলা শিড়্গা কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে তাহার লোনের আবেদন ফর্মে সভাপতি অথবা উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তার স্বাড়্গরের স’ানে উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিসামূল হককে উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা সাজিয়ে স্বাড়্গর করান। শুধু তাই নয় উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তার সীল মোহরও জাল করে ব্যাংকে জমা দিয়ে লোন উত্তোলন করেছেন। যা অনিয়ম ও দুর্নীতির সামিলমাত্র। এছাড়াও তাহার বিরম্নদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন তহবিলের একাধিক আর্থিক হিসাবে ব্যাপক অনিয়ম দুর্নীতির ও অর্থ আত্নসাতের নানা অভিযোগ এনে ম্যানেজিং কমিটির সদস্য শেখ আকতারম্নজ্জামান টুকু ৭ অক্টোবর জেলা মাধ্যমিক শিড়্গা অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত প্রধান শিড়্গক ফিরোজ শেখ এর সাথে আলাপ করা হলে তিনি লোনের আবেদন ফর্মে একাডেমিক সুপারভাইজারকে দিয়ে স্বাড়্গর ও মাধ্যমিক শিড়্গা কর্মকর্তার সীল মোহর ব্যাবহারের বিষয়টি স্বীকার করে বলেন উপজেলা মাধ্যমিক শিড়্গা অফিসার মারা যাওয়ায় তিনি এই পথ অবলম্বল করেছেন। এব্যাপারে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এসএম হিসামুল হক এর সাথে আলাপ করা হলে তিনি স্বাড়্গর করার বিষয়টি স্বীকার করে বলেন প্রধান শিড়্গকের অনুরোধে আমি সরল মনে স্বাড়্গর করেছি। এবিষয়ে (ভারপ্রাপ্ত) জেলা মাধ্যমিক শিড়্গা অফিসার অসিম কুমার দাশ এর সাথে কথা বলা হলে তিনি বলেন, উপজেলা মাধ্যমিক শিড়্গা অফিসার মারা যাওয়ায় পদটি এখন শুন্য রয়েছে। সেই পদে স্বাড়্গর করার কারো নিয়ম নাই। যদি কেউ করে থাকেন তাহালে নিয়মনীতি মালা মোতাবেক ব্যাবস’া গ্রহন করা হবে। ##

 

Post a Comment

Previous Post Next Post