স্টাফ রিপোর্টার: হিরোইন সেবনের দায়ে মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই মাদকসেবিকে তিন মাসের কারাদন্ড ও একশত টাকা করে অর্থদন্ড; অনাদায়ে আরো তিন দিনের করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টম্বর) রাত ৮ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ওই দন্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো- মেহেরপুর শহরের কোর্টপাড়ার জিন্নাত আলীর ছেলে সুলতান ও মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে নবিরম্নল ইসলাম।
মেহেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল বলেন- বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার নেতৃত্বে মেহেরপুর শহরের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে হিরোইন সেবনরত অব্থায় ওই দুই মাদকসেবিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের কাছে হনত্মানত্মর করা হলে ভ্রাম্যমান আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩২(১) সারণির ১৫ ধারা মোতাবেক তাদেরকে ওই দন্ডাদেশ দেন।