মিয়া পারভেজ আলম: মোলস্নাহাটে শিশু পাচার প্রতিরোধ ও সুরড়্গায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভুক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দুইদিন ব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। বেসরকারী প্রতিষ্ঠান ইনসিডিন বাংলাদেশ এর আয়োজনে মোলস্নাহাটের জয়িতা সমবায় সমিতির সভা কড়্গে অনুষ্ঠিত কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন-উন্নয়ন সংস’া জেজেএস এর উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা ও প্রেসক্লাব মোলস্নাহাটের প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন। এছাড়া উপসি’ত ছিলেন ও বক্তব্যদেন ব্র্যাক সামাজিক ড়্গমতায়ন কর্মসুচি সংগঠন মোঃ ইদ্রিস আলী ও শিড়্গা প্রোগ্রামের উপজেলা ব্যাবস’াপক মোঃ রবিউল ইসলাম, দীপ্তি বাংলাদেশের প্রতিনিধি সঞ্জিত মলিস্নক, শিড়্গক প্রতিনিধি লাকী পাটোয়ারী, নিতুল কানিত্ম বিশ্বাস, মোঃ ফারম্নক হোসেন, মুজিবুর রহমান, যুব প্রতিনিধি মেঘলা ইসলাম ইভা, শিশু প্রতিনিধি তামজিদ মীর ও রিয়া মণি প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-ইনসিডিন বাংলাদেশ এর মোলস্নাহাট প্রতিনিধি মোঃ ইকরাম হোসেন ও কর্মকর্তা সৈয়দ মারম্নফুল ইসলাম।