মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে ১০০’পিস ইয়াবাসহ এস,এম তরিকুল ইসলাম নাহিদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ী’কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ এর এস,আই মোসত্মফা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর আড়াইটায় মোলস্নাহাট থানার অদুরে গাড়ফা গ্রামে জব্বার খাকীর মোড় থেকে মাদক ব্যবসায়ী ওই যুবককে আটক করা হয়।
এস,আই মোসত্মফা মুঠোফোনে জানান-তিনি নিজে ওই মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন। আটক মাদক ব্যবসায়ী এস,এম তরিকুল ইসলাম নাহিদ এ উপজেলার কামারগ্রামের নওশের আলীর ছেলে। তার বিরুদ্ধে সংশিস্নষ্ট আইনে মামলার প্রস’তি চলছে বলেও জানান তিনি।