কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি সহ মো: জনি বিশ্বাস (৩০) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সে জামালপুর গ্রামের মোঃ জাকির বিশ্বাসের ছেলে। বিজিবি ও থানা পুলিশ যানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৪৫টার দিকে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন জামাল সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি কমান্ডার হাবিলদার

মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আকিকুজ্জামানের বাড়ি তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিনসহ মো: জনি বিশ্বাসকে আটক করে।। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টেরপেয়ে একই গ্রামের (১) মোঃ ডাবু ম-ল (৪০), পিতা হাবুল মন্ডল, (২) মোঃ ভুট্টু ম-ল (৪০), পিতা মোঃ গাফ্ফার ম-ল, (৩) মোঃ বেন্জু (৩৫), পিতা মোঃ আবুল ম-ল এবং (৪) মোঃ সুমন মিয়া (৩০), পিতা মোঃ আমিরুল মিয়া পালিয়ে যায়। আটককৃত মোঃ জনি বিশ্বাসের নামে একাধিক মামলা রয়েছে বলে যানায় বিজিবি। এ ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্রআইনএ মামলা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post