প্রতীকী ছবি।
চীনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর দুইজন প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর এই ঘটনায় করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়া নিয়ে শঙ্কা বাড়ছে।
চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বছর উহানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরেই আক্রান্ত হন ৬৮ বছর বয়সী এক নারী। তবে এ বছরের ফেব্রুয়ারিতে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কয়েকদিন আগে ফের তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। গত রবিবার তার করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। .
এছাড়া চীনের সাংহাইয়ে সোমবার আরেকজন ব্যক্তির দেহে করোনা শনাক্ত করা হয়েছে যিনি কিনা এর আগে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে এই ব্যক্তির কোনো করোনার উপসর্গ ছিল না।
কিছু গবেষণায় বলা হয়েছে যে করোনা থেকে সেরে উঠার পর মাত্র কয়েক মাস স্থায়ী হয় অ্যান্টিবডি। তবে এখনো করোনা থেকে সেরে ওঠার পর আবারো আক্রান্ত হওয়ার ঘটনা বিশ্বব্যাপী খুব একটা দেখা যায়নি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।
চীনে করোনা থেকে সুস্থ হওয়ার পর আক্রান্ত ২ জন,