মিয়া পারভেজ আলম মোল্লাহাট প্রতিনিধি : মোল্লাহাটে ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের থেকে টাকা নেয়া ও হয়রানী করার ঘটনায় হাতেনাতে ধরা পড়েছে দুই যুবক। ইতিপূর্বের ধারাবাহিকতায় উপজেলার চুনখোলা বাজারে মাস্ক ব্যবহার না করায় সাধারণ মানুষের থেকে জরিমানার নামে টাকা নেয়া ও হয়রানীকালে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় তাদেরকে আটক করে স’ানীয় ক্যাম্প পুলিশ। চুনখোলা ক্যাম্প পুলিশের আইসি আনন্দ প্রসাদ চৌধূরী জানান-লোকজনকে হয়রানী কালে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী দুই যুবককে আটক করা হয়েছে। আটক যুবকরা হলোঃ-রিফাত মোলস্না (২২), পিতা মৃত মাসুদ মোলস্না ও অনিমেশ দত্ত (৩০), পিতা অমল দত্ত, তারা উভয়ে গোপালগঞ্জ উদয়ন রোডের বাসিন্দা। দুই যুবককে থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তবে, ওই খবরে সাংবাদিকরা পৌছালেও তাদেরকে ছবি তুলতে বাধা প্রদান করেন এস আই আনন্দ প্রসাদ চৌধূরী। সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন জানান-এর আগেও ডিবি পুলিশ পরিচয়ে লোকজনের কাছ থেকে টাকা নেয়াসহ হয়রানী করছে তারা। এদের বিরম্নদ্ধে যথাযথ আইনী ব্যবস’া গ্রহণ করা প্রয়োজন।
মোল্লাহাটে ডিবি পুলিশ পরিচয়ে অপরাধ করায় আটক দুই যুবক