মেহেরপুরের গাংনীতে ৯০ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক ব্যবসায়ী আটক

Gangni Fencidil
আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার করমদী কুমারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,করমদী শিকদার পাড়ার জামিরম্নল ইসলামের ছেলে টিপু সুলতান (৩৫) ও একই এলাকার বহলপাড়ার জমির উদ্দীনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৫)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান,দুজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে টিপু সুলতানের কাছে ৫৫ ও হাবিবুর রহমান হবির কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের নামে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

মেহেরপুরের গাংনীতে

 

Post a Comment

Previous Post Next Post