(লকডাউনে তাজমহল)
অনলাইন ডেস্ক : এবার করোনায় আক্রান্তে থামিয়ে দিয়েছে তাজমহল খোলার সিদ্ধান্ত।
বিবিসি জানায়, করোনা ভাইরাসের মহামারিতেই আজ রবিবার তাজমহল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। কিন্তু আগ্রা এবং পুরো ভারতজুড়ে সংক্রমণে ঊর্ধ্বগতিতে থেমে গেছে সেই সিদ্ধান্ত। তাই সময় নির্ধারিত থাকলেও তাজমহল খুলে দেয়া হচ্ছে না আজ।এদিকে, আগ্রার ফোর্ট ও আকবরের মাজারও খুলছেনা আপাতত। তবে সব মিলিয়ে কর্তৃপক্ষ নতুন করে এসব স্থান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করবে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ২৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশটিতে ৪২৫ জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের।