মোল্লাহাট হাটে গাঁজাসহ মাদক সম্রারাট ডালিম আটক

মোল্লাহাটে
মিয়া পারভেজ আলম   (বাগেরহাট) প্রতিনিধি ঃ
মোল্লাহাটে এক কেজি এক’শ গ্রাম গাঁজাসহ মাদক সম্‌্রাট ডালিম (ডালিম মোলস্না)’কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার চৌকস একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে মোলস্নাহাটের দারিয়ালা আশ্রয়ন এলাকা থেকে ওই গাঁজাসহ তাকে আটক করা হয়। ডালিম মোলস্না উপজেলার উত্তরকুলিয়া এলাকার সেকেন্দার মোলস্নার ছেলে। সে দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে নিচ্ছে।
মোলস্নাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান-১কেজি ১’শ গ্রাম গাঁজাসহ ডালিম’কে আটক করা হয়েছে। সোমবার ২০জুলাই তার বিরম্নদ্ধে সংশিস্নষ্ট আইনে একটি মামলা রম্নজু হয়েছে।

মোল্লাহাটে

Post a Comment

Previous Post Next Post