মিয়া পারভেজ আলমমোল্লাহাট প্রতিনিধি : খুলনা র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোলস্নাহাট উপজেলার চরকুলিয়া গ্রামের জনৈক তুহিন আহম্মেদ এর বাড়িতে মাদ্রক দ্রব্য ক্রয়-বিক্রয়ের খবর পায়। এরম্নপ সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ তুহিন আহম্মেদ রাজু হাওলাদার (২৬)’কে আটক করে। রাজু ওই গ্রামের মৃত রমজান আলী হাওলাদারের ছেলে।
ওই বাড়িতে রোপনকৃত ও নিজ হেফাজতে থাকা ছোট ও বড় ৪টি তাঁজা গাঁজা গাছ পাওয়া যায়। এলাকাবাসী জানায়, তুহিন দীর্ঘদিন ধরে গাঁজার গাছ রোপন করে নিজ হেফাজতে রেখে চাষাবাদ এবং ক্রয়-বিক্রয় ও সেবন করতো। আটকের পর রাজুকে মোলস্নাহাট থানায় হসণ্তত্মর করা হয়েছে। এসংবাদ লেখা পর্যনত্ম তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।