kBDNEWS : গাংনীতে ৫ লাখ টাকা মুল্যের হেরোইন সহ সোহেল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার হিন্দা বাজার সংলগ্ন্ল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের জাফর আলীর ছেলে।মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি মো: রবিউল ইসলাম জানান, সোহেল হেরোইন নিয়ে হিন্দা এলাকায় অবস’ান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্যে ৫ লাখ টাকা। তিনি দাবি করেন সোহেল এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।