বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ ভোলায় না পাঠাতে স্থানীয় সংসদ সদস্যর সংবাদ সম্মেলন। ছবি:kbdnews
ভোলা সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ ভোলায় মাটিতে না পাঠানোর জন্য দাবি জানিয়েছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, প্রয়োজনে এই ঘৃণ্য খুনির লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার এবং তজুমদ্দিন উপজেলা আওয়াম লীগ সাধারণ সম্পাদক ফজলু দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।