মেহেরপুরে মাদকসহ চুয়াডাঙ্গার ১জন আটক

Meherpur Ripon Arested pic
আমিরুল ইসলাম অল্ডাম : মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ১জনকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের মৃত বোরহান উদ্দীন খানের ছেলে রিপন খান (৩১)।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সদর থানার বাস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয় রিপনকে। এসময় তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
মেহেরপুর পুলিশ সুপার এসএম মোরাদ আলীর নির্দেশে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটিদল অভিযান চালিয়ে রিপনকে আটক করে।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, মেহেরপুর পুরাতন বাস্ট্যান্ড এলাকায় মাদক কারবারীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটিদল ওই স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ বোতল ফেনসিডিলসহ রিপন খানকে আটক করা হয়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্যে আইনে একটি মামলা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post