আমিরুল ইসলাম অল্ডাম ঃ গাংনীতে উপজেলা খাদ্যশষ্য সংরক্ষণ ও মনিটরিং কমিটির উদ্যোগে চলতি মৌসুমে আভ্যন্তরীণ আমন ধান ক্রয়ের ধান চাষীদের ২য় বারের মত লটারী ড্র সম্পন্ন হয়েছ্ে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলার ৯ টি ইউপি ও পৌরসভার সর্বমোট ৫৪৫ জন ধান চাষী বাছাইয়ে লটারী সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে ড্র অনুষ্ঠানে উপসি’ত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুন ,উপজেলা জনস্বাস’্য প্রকৌশলী মাহফুজুর রহমান ,উপজেলা সহকারী কৃষি অফিসার আখের আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান , উপজেলা ওসিএলএসডি মতিয়ার রহমান প্রমুখ।রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত স্বচ্ছভাবে ধান ক্রয়ের সিদ্ধান্ত রয়েছে।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর’১৯ প্রথম লটারীর মাধ্যমে ১ হাজার ৬৮৮জন ধান চাষীর লটারী সম্পন্ন হয়। পূণরায় সরকারী নির্দেশনায় ২য় বারের মত বাদ পড়া ধান চাষীদের বিপরীতে লটারী করা হয়েছে। গাংনী পৌর সভায় বাদ পড়া ৫১৬ জনের মধ্যে ১১৬ জন , ধানখোলা ইউপিতে ৭৮৩ জনের মধ্যে ৬৭ জন, তেঁতুলবাড়ীয়ায় ২৯৮ জনের মধ্যে ২৯ জন, রায়পুরে ৯৪৭ জনের মধ্যে ২৫ জন, কাথুলীতে ৮২১ জনের মধ্যে ৪৬ জন, কাজীপুওে ৯৮ জনের মধ্যে ৭২ জন, বামন্দীতে ৩২০ জনের মধ্যে ৯১ জন, ষোলটাকায় ৬৮৯ জনের মধ্যে ৪৫ জন, মটমুড়ায় ৪৩৮ জনের মধ্যে ৮২ জন এবং সাহারবাটিতে ৬২৬ জনের মধ্যে ৭২ জন সবৃমোট ৫৪৫ জন ধান চাষীর লটারী সম্পন্ন হয়।