রফিকুল আলম মেহেরপুর (০৭-১২-১৯)ঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে গাংনীর পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কাজীপুর গোলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কয়াফনিয়া গ্রামের শাহ জামালের ছেলে শাহ মুসলিম ওরফে তামিম (২৪) ও একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর ছয়ঘরিয়া এলাকার ওয়ারেস মন্ডলের ছেলে নাইম মন্ডল নয়ন (২৩)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই মাদককারবারী দৌলতপুর সীমান্ত থেকে চোরাই পথে গাঁজা নিয়ে কাজীপুর-বামন্দী রোডের গোলাম বাজার এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে দু’টি লাগেজের ভেতর থেকে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় ওই দুই মাদককারবারীকে আটক করা হয়। তারা নিজেদেরকে গামের্ন্টস কর্মি বলেও দাবি করেন।