স্টাফ রিপোর্টার : ঢাকার অদূরে কেরানীগঞ্জ এলাকার কালিগঞ্জ কবরস্থানের পাশে সাগর (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে ব্যস্ত সড়কে পথচারীদের সামনে সাগরকে ছুরিকাঘাত করে দুই কিশোর। পরে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর পেশায় এমব্রয়ডারি শ্রমিক ছিলো। কেরানীগঞ্জ এক নম্বর বাড়িতে ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতো সাগর। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কালিগঞ্জ বড় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলো সাগর। এ সময় দুই কিশোর সাগরকে ধরে ছুরিকাঘাত করে। সাগরের পেটে ও উরুতে ছুরিকাঘাত করার পরে সে মাটিতে লুটে পড়ে। ওই দুই কিশোর তখন দ্রুত পালিয়ে যায়। আহত সাগরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন নিপা জানান, সাগর সারারাত কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। তিনি আরও জানান, স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়েছিল। তখন ওরা সাগরকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরপর সাগর কয়েকদিন কারখানায় যাওয়া বন্ধ করে দেয়। গত ২দিন ধরে সাগর কাজে যায়। কেরানীগঞ্জ থানার এসআই আক্কাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কিশোর ছেলেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাগর খুন হয়েছে। ইতোমধ্যে সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে।