স্টাফরিপোটার : গাংনীতে ৫৩০ বোতল ফেন্সিডিল সহ ইমরান হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিনগত রাত আটটার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেনসিডিলসহ আটক ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার শারিকখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, জনৈক এক মাদক ব্যবসায়ী চোখ তোলা মাঠ থেকে ফেনসিডিল পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরানকে আটক করা হয়। এ সময় ৩ টা কার্টুন থেকে ৫৩০ ফেনসিডিল উদ্ধার করা হয়। ইমরানকে গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে কারা জড়িত তাদের সনাক্ত করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে