নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পুকুরে বিষ ঢেলে প্রায় ১৫ লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশক নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী হাবিবা আক্তার ও মোমতাজ উদ্দিনের পুত্র আমিনুল ইসলাম পাভেলের ২টি পুকুরে পূর্বশক্রতার আক্রোশে ২৫ডিসেম্বর দিবাগত রাতে পার্শ্ববর্তী পূর্বকান্দা গ্রামের কতিপয় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে শিং, পাবদা ও বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ১৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে। নান্দাইল মৎস্য অফিসের আওতাধিন এনএটিপি প্রকল্পের প্রদর্শনী পুকুরের মৎস্য চাষি সমিতির সদস্য হাবিবা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, উল্লেখিত ব্যক্তিদের দ্বারা তার প্রদর্শনী পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৫লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ নিধন হওয়ায় বর্তমানে সে পথে বসেছে। অপরদিকে মৎস্য চাষি আমিনুল ইসলাম পাভেল জানান, ৮০শতাংশ পুকুরের পাবদা ও দেশীয় প্রজাতির প্রায় ১০লক্ষ টাকা মূল্যের মাছ বিষ প্রয়োগে নিধন হওয়ায় সে ব্যাংক ঋণের টাকা কিভাবে পরিশোধ করবে তা ভেবে পাচ্ছে না। এদিকে উক্ত দুটি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের সাথে বিষক্রিয়ায় ২টি পুকুরে থাকা প্রায় ৫০হাজার টাকা মূল্যের শতাধিক হাঁস মারা যায়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ জানান, ঘটনার সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।