গাংনীর সীমান্তে ১১শ’৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।আজ বুধবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া-মথুরাপুর সীমান্তের একটি সড়ক থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়। তেঁতুলবাড়ীয়া বিওপি’র হাবিলদার কাশেম মল্লিক জানান,মথুরাপুর সীমান্ত থেকে একটি স্যালো ইঞ্জিন চালিত আলগামন যোগে ফেন্সিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। বিজিবি’র সদস্যদের অবস’ান টের পেয়ে আলগামন ফেলে পালিয়ে যায় চালক। পরে আলগামনে থাকা একটি ট্যাঙ্কের মধ্যে থেকে ১১শত ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আলগামন জব্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।