গাংনীতে ২ কেজি গাঁজা সহ দু’ মহিলা মাদক পাচারকারী গ্রেফতার

গাঁজা সহ দু’ মহিলা

আমিরুল ইসলাম অল্ডাম  :   গাংনীতে ২ কেজি গাঁজা সহ দু’ মহিলা মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪ টায় উপজেলার কাজিপুর গোলাম বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পুড়াপাড়া এলাকার সাহাবুলের স্ত্রী জাহেরা খাতুন (৪৫) ও ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুল্লাহ প্রামানিকের স্ত্রী মনোয়ারা বেগম (৫০)। পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই অজয় কুমার কুন্ডু জানান,কাজিপুর গোলাম বাজার এলাকা দিয়ে দুজন মহিলা গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দুজনের কাছ থেকে এক কেজি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত দুজন মাদক পাচারকারী। তাদের গাংনী থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মাদকের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে। মাদ্রক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত দুজনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

 

Post a Comment

Previous Post Next Post