স্টাফরিপোটার (০৪/১১/১৯) ঃ মেহেরপুর কারিগরি প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি) চুরি সংগঠিত হয়েছে। গত রাতে টিটিসি ভবনের তৃতীয় তলার দু’টি কক্ষ থেকে কম্পিউটারের ৭৬ টি সিপিউ থেকে র্যাম ও প্রসেসর খুলে নিয়ে গেছে একদল চোর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। সকাল ১০ টার দিকে সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন জানান, রাতের কোন এক সময় সঙ্গবদ্ধ চোরের দল এসির পাইপ বেয়ে ২য় তলায় উঠে। সেখানে একটি তালা ভাঙ্গার পর তৃতীয় তলায় প্রবেশ করে। তারা দু’টি কক্ষের ৭৬ টি সিপিউ থেকে ৭৬ টি র্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। বিল্ডিংয়ে সিসি ক্যামেরা থাকলেও এসি’র পাশে কোন ক্যামেরা নেই। ফলে খুব সহজেই চোরের দল তৃতীয় তলায় প্রবেশ করতে সক্ষম হয়।