আমিরুল ইসলাম অল্ডাম: গাংনীতে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ্ ।শনিবার রাত ৮টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কুঞ্জনগর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে এসআই ফরহাদ হোসেন ও এসআই শাকিল আহমেদ্ ।আটককৃতরা হলো, কুষ্টিয়ার মিরপুর উপজেলারকাকিলাদহ গ্রামের ছেলে মজিবুল(২২) ও কুর্শা গ্রামের মৃত দিদার বক্সেও ছেলে হুর আলী(৫৬)।গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, একটি মোটর সাইকেলযোগে গাঁজা পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে কুঞ্জনগর গ্রামে পুলিশের একটি টিম অবস’ান করছিল। এসময় দুজন (ঢাকা-মেট্রো-হ-৫৮-৫৫১৫) নম্বর মোটর সাইকেলযোগে ঐ গ্রাম পার হচ্ছে। পওে তাদের দেহ ও গাড়ী তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদেও বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।