“কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অভিযান” বৈধকাগজপত্র না থাকায় ৮মাসে ১১৯৪টি যানবাহানের বিরুদ্ধে মামলা ৪৬০টি থ্রি-হুইলার আটক অবৈধ যানবাহন চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি ঃ  বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন কাটাখালী হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন যানবাহনে বৈধ কাগজপত্র না থাকার কারনে গত ৮মাসে ১১৯৪টি যানবাহনে মামলা দায়ের করা হয়েছে। এতে সরকারের প্রায় ২০লক্ষ টাকার রাজস্ব আদায় করা সহ ৪৬০টি অবৈধ থ্রি-হুইলার আটক এবং বিপুল পরিমানে মাদকদ্রব্য সহ বেশ কয়েকজন মাদক পাচারকারী-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। একারনে জাতীয় আঞ্চলীক সড়ক ও মহাসড়কে থ্রি-হুইলার ইজিবাইক নসিমুন করিমুন ভটভটি সহ অবৈধ যানবাহন চলাচল অনেকটা বন্ধ রয়েছে। কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করায় সরকারের মোটা অংকের রাজস্ব আয়ও বৃদ্ধি পেয়েছে।
সুত্রে জানা গেছে, কাটাখালী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম গত ৩১শে জানুয়ারী২০১৯ইং তারিখে যোগদান কারার পর হতে মহামান্য হাইকোর্টের নির্দ্দেশ পালনের লক্ষে জাতীয় আঞ্চলীক মহাসড়েকে চলাচলরত সকল প্রকার অবৈধ যানবাহন নসিমুন করিমুন ভটভটি ইজিবাইক থ্রি-হুইলার বন্ধ করতে একেরপর এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ৪৬০টি অবৈধ থ্রি-হুইলার আটক করতে সক্ষম হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকার অপরাধে গত ৮মাসে ১১৯৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শুধু তাই নয়, মাদকদ্রব্য পাচার রোধে কঠোর হওয়ায় কারনে বেশ কয়েকজন মাদক পাচার কারীকে মাদক সহ হাতেনাতে আটক কওে জেল হাজতে প্রেরণ করেন। যার মধ্যে ৭শত পিচ ইয়াবা সহ ১জন, ৭৫গ্রাম গাজাসহ ১জন, ৪০বোতল ফেন্সিডিল সহ ১জন ও ১৫পিচ ইয়াবাসহ ১জন সহ মোট ৪জন মাদক পাচারকারী-কে আটক করেন। এসময় বৈধকাগজপত্র না থাকার করনে ৮মাসে ১১৯৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ফেব্রয়ারী মাসে ৯৪টি, মার্চ মাসে ৮৫টি, এপ্রিল মাসে ৮৮টি, জুন মাসে ১৭০টি জুলাই মাসে ২৯০টি ও সেপ্টেম্বর মাসে ১৬৭টি মামলা দায়ের হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হয়েছে বলে পুলিশের দাবী। স’ানীয়রা বলেছেন, হাইওয়ে পুলিশ থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহনের বিরুদ্ধে আটক অভিযান পরিচালনা করায় জাতীয় আঞ্চলীক মহাসড়কে তা এখন পর্যান্ত চলাচল বন্ধ রয়েছে। এতে থ্রি-হুইলার ইজিবাইক চালকরা পড়েছেন মহাবিপাকে। চালকরা বলেছেন, ঢাকা-মাওয়া মহাসড়েকের ফকিরহাট-কাটাখালী সড়কে যে গুলি থ্রি-হুইলার আগে চলাচল করতো তারা এখন গ্রাম্য সড়ক দিয়ে চলাচল করছে। এছাড়া মংলা সড়কের ফয়লা চুলকাঠি ও রামপাল সড়কে যে গুলি আগে মহাসড়কের উপর দিয়ে চলাচল করতো তারা এখন ভিতরের গ্রাম্য সড়ক দিয়ে চলাচল করায় সড়ক দুর্ঘটনা অনেকটা কমে গেছে। কাটাখালী হাইওয়ে থানায় ওসি হিসাবে মোঃ রবিউল ইসলাম যোগদান করার পর হতে এই সড়কে মাদক প্রচার ও সড়ক দুর্ঘটনায় প্রানহানীর ঘটনা অনেকটা কমেছে, থ্রি-হুইলার ইজিবাইক নসিমুন করিমুন ভটভটি চলাচল বন্দ সহ সড়ক দুঘর্টনাও অনেকাংশে কমেছে। এব্যাপারে হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, তিনি যোগদান করার পর হতে জাতীয় আঞ্চলীক সড়ক মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ করতে হাইওয়ে পুলিশ নিয়মমাফিক গনসচেতনতা বৃদ্ধির লক্ষে সকল শ্রমিক জনতা চালক হেলফার ও বিভিন্ন যানবাহনের নেতাদের সমন্বয়ে র‌্যালী আলোচনা সভা মাইকিং করে মানুষকে সচেতন করা ছাড়াও ওপেন হাউজ-ডে করা হয়েছে। এতে সাধারন মানুষ অনেকটা সচেতন হয়েছেন। ###
খুলনা প্রতিনিধি
১২/১০/১৯

Post a Comment

Previous Post Next Post