কুষ্টিয়ায় ২শ’ ইয়াবা ও পিস্তলসহ আটক ৫

কুষ্টিয়ায় ২শ’ ইয়াবা ও পিস্তলসহ আটক ৫

 ২শ’পিচ ইয়াবা ও ১টি পিস্তলসহ আটককৃত ৫ জন

কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ :  কুষ্টিয়ায় ২শ’পিচ ইয়াবা ১টি পিস্তল ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত’র নেতৃত্বে ডিবির এসআই সাহেব আলী, এসআই তৌহিদুল আনোয়ার চৌধুরী, এএসআই জোবায়ের হোসেন, এএস আই শামীম আক্তার এবং সংগীয় ফোর্সসহ কুষ্টিয়া মডেল থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মডেল থানাধীন থানাপাড়া ঈদগা মাঠের মিনারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শহরের আড়ুয়াপাড়ার জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ(৪০),
মৃত মোশারফ হোসেনের ছেলে কাউছার বাবু ওরফে করিয়া বাবু(৪৫), উত্তর চর আমলাপাড়ার মুন্সি ফয়েজুলের ছেলে শফিউল ইসলাম লিটু(৪২), হাউজিং বি ব্লকের মৃত সদর উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম রানা(৩৯) ও ভবানীপুর কাহারপাড়ার মৃত হাজী আব্দুস সাত্তারের ছেলে ইমরুল হাসান মধু(৩৮)।
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

Post a Comment

Previous Post Next Post