সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের ঝুটিতলায় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন সন্ত্রাসীদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান।
শনিবার রাত ১১টার দিকে শহরের ঝুটিতলায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আজমীর হোসেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের ছেলে।
জানা যায়, জেলা ছাত্রলীগ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন সদস্য শহরের ঝুটিতলা এলাকায় পৌঁছাতেই তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন।
একই সময়ে সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলে গুরুতর আহত হন সৈয়দ সাদিকুর রহমানসহ আরও কয়েকজন।
গুলিবিদ্ধ আজমীর হোসেনের বাবা শাহাদাত হোসেন জানান, নাশকতার লক্ষ্যে একদল সন্ত্রাসী ঝুটিতলার একটি ছাত্র মেসে জড়ো হয়েছে এমন খবর যাচাই করতে ছাত্রলীগের সদস্যরা সেখানে যান। এ সময় পুলিশকেও খবর দেন তারা।
পুলিশ ঘটনাস্থলে আসতে না আসতেই সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে ইটপাটকেল ছোড়ে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ জানান, কারা এ হামলা ও গুলি করেছে, তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান তিনি।