ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় মাদক মামলার আসামি মিলন মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মিলন জেলার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের আবু মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ৩০ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের মহিষাডোরা এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ মিলনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মিলনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরবর্তীতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ২০১৬ সালের ৩১ মে পুলিশ মিলনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে বিচার শুরুর পর সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।