কুষ্টিয়া থেকে শরিফ মাহমুদ : কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার গোবিন্দগুনিয়া জিকে ক্যানেলের সুইচ গেট থেকে মরদেহটি উদ্ধার করে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে মরদেহটি পানিতে ভাসতে দেখে স’ানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস’লে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ধারণা তাকে হত্যা করে মরদেহটি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।